স্বাধীনতা বিরোধীদের ভোটের অধিকার ছিল না

0

যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমেরিকা একজন খুনিকে লালন-পালন করছে। অবশ্য আমেরিকার আচরণই এরকম। শুক্রবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের-স্বাচিপের ৫ম জাতীয় সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীদের ভোটের অধিকার ছিল না। জিয়াউর রহমানই তাদের ভোটের অধিকার ও রাজনীতি করার সুযোগ দেন এদেশে। দেশে মানবাধিকার লঙ্ঘনের সংস্কৃতি চালু হয় ১৫ আগস্টের পর থেকে।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের-স্বাচিপের ৫ম জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, পঁচাত্তরে হত্যাকাণ্ডের পরই ইতিহাস বিকৃতি শুরু হয়। বঙ্গবন্ধুর নাম-নিশানা মুছে ফেলার চেষ্টা হয়। বঙ্গবন্ধুর ভাষণ ও জয় বাংলা স্লোগানও নিষিদ্ধ হয়ে যায়। সেই থেকে অবৈধভাবে হত্যা-ক্যু-ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা দখল শুরু হয়। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, মানবাধিকার নিয়ে তারা এতো কথা বলে, কিন্তু বাঙালি জাতির জনকের হত্যাকারীদের লালন পালন করছে তারা। দেশের খাতকে আরও এগিয়ে নিতে প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা জানান সরকার প্রধান। এর আগে, বিকেল তিনটায় সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বেলুন ও পতাকা উড়িয়ে উদ্বোধন করেন সম্মেলনের।

Share.

Comments are closed.