প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন স্মার্ট ছাত্রলীগ। বিজ্ঞান ও জ্ঞানভিত্তিক ছাত্রলীগ গড়ে তুলতে হবে। দেশমাতৃকার সেবায় ছাত্রলীগ যে ত্যাগ স্বীকার করেছে তা বাংলাদেশের ইতিহাসে কোন সংগঠনই করেনি।
প্রধানমন্ত্রী ৭৬ তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।