হবিগঞ্জে ৩য় দিনের মত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

0

সরকারী বাসস্ট্যান্ডে গাড়ী নিয়ে যেতে প্রশাসনের বাঁধা ও অবৈধ সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধের দাবীতে হবিগঞ্জে ৩য় দিনের মত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

গত শুক্রবার ভোর ৬টা থেকে অর্নিদিষ্টকালের ধর্মঘট শুরু করে জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এদিকে রোববারও সকাল থেকে ধর্মঘটের ফলে হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোন দূরপাল্লার যানবাহন। অভ্যন্তরীন যান চলাচলও বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ধর্মঘটকারীরা জানান, অবৈধ সিএনজি অটোরিক্সা বন্ধসহ্ন বিভিন্ন দাবীতে তারা এ ধর্মঘট শুরু করেছেন।

Share.

Comments are closed.