যশোরে আড়াই হাজার পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে রেব-৬ এর সদস্যরা।
যশোর রেব-৬ এর কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে একজন নারীসহ দুজন মাদক কারবারী বিপুল পরিমাণ ইয়াবাসহ যশোরে নিয়ে আসছে, এমন খবরের ভিত্তিতে শহরের মনিহার বাসস্ট্যান্ডের বিভিন্ন বাসে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।