আগের দিনই টেস্ট ম্যাচে আফগানিস্তানের কাছে ২২৪ রানে বাংলাদেশের লজ্জাজনক পরাজয়ের পর এদেশের ক্রীড়ামোদী মানুষের আগ্রহ ছিল বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ কি করে তা নিয়ে।
ক্রিকেটের মতো ভরাডুবি না হলেও তাজিকিস্তান থেকে সুখবর দিতে পারেনি বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আফগানিস্তানের বিপক্ষে ১-০ গোলের পরাজয় দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছে জামাল ভুইয়ারা।
তাজিকিস্তানের দুশানবেতে অনুষ্ঠিত ম্যাচে শারীরিক গড়নে আফগানদের চেয়ে পিছিয়ে থাকার পাশাপাশি তাদের গতির সাথেও পাল্লা দিতে পারেনি বাংলাদেশ দলের ফুটবলাররা। শুরু থেকেই বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করে খেলার চেষ্টা করে আফগানিস্তান।
আগের ম্যাচে কাতারের কাছে ৬-০ গোলে বড় ব্যবধানে হারের পরও মানসিক দিক দিয়ে তাদের বিপর্যস্ত মনে হয়নি। গোল করার চেষ্টা চালিয়ে ২৭ মিনিটে সফল হয় তারা। ফ্রি কিক থেকে হেডের মাধ্যমে বল জালে জড়ান ফারশাদ নূর। বাংলাদেশের গোলরক্ষক আশরাফুল রানা বা দিকে ঝাপিয়ে পড়েও শেষ রক্ষা করতে পারেন নি। আর এই গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
বাংলাদেশ দল দু’একবার আক্রমণে গেলেও তা গোলের জন্য যথেষ্ট ছিল না। প্রতিপক্ষের মনে কোন ভীতি ছড়াতে পারেনি বাংলাদেশের ফুটবলরারা। আফগানিস্তানও যে খুব বেশি আক্রমণ করেছে সেটাও বলা যাবে না।
আফগানিস্তানের বিপক্ষে জয়ের আশা নিয়েই দশদিন আগে তাজিকিস্তান গিয়েছিল বাংলাদেশ দল।
জামাল ভুইয়াদের পরের ম্যাচ ১০ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাতারের বিপক্ষে। যে কাতার ৬-০ গোলে হারিয়েছে আফগানিস্তানকে।