হিউম্যান রাইটসের প্রতিবেদন যে গ্রহনযোগ্য নয়

0

বিরোধী দলের ওপর সরকারের দমন-পীড়ন চলছে। হিউম্যান রাইটসের এমন প্রতিবেদন যে গ্রহনযোগ্য নয়, তা জাতিসংঘের মানবাধিকার কমিশনে বাংলাদেশের সদস্যপদ লাভের বিষয়টিই প্রমান করে। সচিবলায়ে নিজ কার্যালয়ে বিফিং-এ এ মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় তিনি বলেন, অনেক মানবাধিকার সংগঠন তথ্য বিকৃত করে বিক্রি করে।

বিএনপির ওপর নির্যাতন, হয়রানি, গ্রেফতার চলছে। মঙ্গলবার হিউম্যান রাইটসের এমন এক প্রতিবেদনের বিষয়ে মন্ত্রী বলেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলের সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কমিশনের সদস্য নির্বাচিত হওয়ার বিষয়টি প্রমাণ করে যে, বর্তমান সরকার সঠিক পথে আছে। এ সময় তিনি অভিযোগ করে বলেন, মানবাধিকার সংগঠনের নামে অনেকে বিবৃতি বিক্রি করে। তথ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে বিএনপি অপরাজনীতি করে যাচ্ছে, যা দেশের মানুষ গ্রহন করছে না।

Share.

Comments are closed.