হুমায়ুন আহমেদের ৭৪-তম জন্মদিন পালিত

0

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৪-তম জন্মদিন গতকাল বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে। রাত ১২টা ১ মিনিটে নুহাশ পল্লীতে ১০৭৪টি মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে জন্মদিনের আয়োজন শুরু হয়।

সকালে হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনসহ পরিবারের সদস্যরা লেখকের ভক্ত-পাঠক এবং শুভানুধ্যয়ীদের কেক কাটেন। এর আগে প্রয়াত হুমায়ুন আহমেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় মেহের আফরোজ শাওন বলেন, লেখক হুমায়ূন আহমেদ বাংলাদেশের সম্পদ। তা্র দর্শনে উদ্ধুদ্ধ হয়ে সর্বস্তরে শুদ্ধতম বাংলাভাষার চর্চা হোক এমন প্রত্যাশার কথা জানান তিনি।

Share.

Comments are closed.