কক্সবাজারের টেকনাফে আত্মসমর্পণ করা ১০১ ইয়াবা কারবারিকে দেড় বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তবে প্রমান না মেলায় অস্ত্র মামলা থেকে তাদের খালাস পদেয়া হয়েছে। আদালতের রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ। আর আসামীপক্ষের আইনজীবী বলছেন, আত্মসমর্পণকৃত ইয়াবা কারবারিদের মুক্তি দিলে সমাজে নেতিবাচক প্রভাব পড়বে বলেই আদালত এমন রায় দিয়েছেন।
২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারী টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা এবং ৩০ টি দেশীয় অস্ত্র দিয়ে আত্মসমর্পণ করেন ১০২ জন ইয়াবা গডফাদার। এই ঘটনায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করে পুলিশ। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে মাদক মামলায় প্রত্যেককে দেড় বছরের কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। তবে প্রমান না পাওয়ায় অস্ত্র্র মামলায় বেকসুর খালাস দেয়া হয় সবাইকে। আদালতের এমন রায়ে সন্তুষ্ট রাষ্ট্রপক্ষ। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম জানিয়েছেন, এই । ইতিমধ্যে আসামীপক্ষের আইনজীবী বলছেন, সমাজের বাস্তবতায় অনেক কিছু বিবেচনায় নিয়ে এমন রায় দিয়েছেন আদালত। ১০২ জন ইয়াবা কারবারির মধ্যে এক ইয়াবা কারবারি বন্দি অবস্থায় মৃত্যুবরণ করেছেন। পুলিশের হেফাজতে থাকা ১৭ আসামীর উপস্থিতিতে আদালতে হাজির থাকা অবস্থায় এই রায় ঘোষণা দেওয়া হয়। বাকি ৮৪ জন আসামীই পলাতক রয়েছে।