কোনো রকম ঝামেলা না করে ১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশের ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সেমিনারে এ কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, সরকারের মন্ত্রীরা দেশের মানুষের দুঃখ কষ্টের কথা না ভেবে লুটপাট করে চলেছে। তাই সরকার এখন দেউলিয়া হয়ে পড়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নয়াপল্টনে সমাবেশের আবেদন করা হলেও পুলিশএখনো সমাবেশের স্থান নির্ধারণ করে দেয়নি। নিয়ম মেনে ঢাকায় ১০ ডিসেম্বর সমাবেশের জন্য আবেদন করেছে বিএনপি। এখন দায়িত্ব সরকারে। লুটপাটে সরকার এখন দেউলিয়া উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখিই দুর্ভিক্ষ হয়। জাতির জন্য বোঝা হয়ে গেছে আওয়ামী লীগ। তাই জনগণকে রক্ষা করতে দুর্বার আন্দোলনের মধ্যদিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।