আগামী ১৯ অক্টোবর শুরু হচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট। ৩০ অক্টোবর হবে ফাইনাল ম্যাচ। টুর্নামেন্টের ভেন্যু চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম।
টুর্নামেন্টের আয়োজক চট্টগ্রাম আবাহনী আগে থেকেই অক্টোবরে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ আয়োজনের কথা বলে আসছিল। সেভাবে ক্লাবটি বিদেশি দলগুলোকেও আমন্ত্রণ জানিয়েছে। আর বাফুফের ক্যালেন্ডার অনুযায়ী বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু হওয়ার কথা ছিল ২৫ সেপ্টেম্বর।
কিন্তু বাফুফে শনিবার হঠাৎ করেই বঙ্গবন্ধু গোল্ডকাপ এক মাস পিছিয়ে ২২ অক্টোবর শুরুর সিদ্ধান্ত নেয়। তবে রোববার দুপুরে বদলে যায় সেই সিদ্ধান্ত। চট্টগ্রাম আবাহনীর চেয়ারম্যান আবদুল লতিফ এমপি ও মহাসচিব শামসুল হক চৌধুরীর সঙ্গে দুপুরে আলোচনায় বসেছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
সেই আলোচনায়ই বাফুফের নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত বাতিল হয়ে যায়। বঙ্গবন্ধু গোল্ডকাপের পরিবর্তে এখন অক্টোবরে হবে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ।
বাফুফের নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত ২৪ ঘন্টার মধ্যে কিভাবে বদলে গেলো তা নিয়ে প্রশ্ন করা হলে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘বাফুফের সভায় বঙ্গবন্ধু গোল্ডকাপের তারিখ চূড়ান্ত করা হয়নি। ওটা ছিল খসড়া।’ যদিও বাফুফে আনুষ্ঠানিকভাবেই বঙ্গবন্ধু গোল্ডকাপের তারিখ ২২ অক্টোবর থেকে ২ নভেম্বর বলে জানায়।
বাফুফের সভাপতির সঙ্গে আলোচনা শেষে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের আয়োজক চট্টগ্রাম আবাহনীর মহাসচিব শামসুল হক চৌধুরী বলেছেন, ‘৮ দল নিয়ে হবে টুর্নামেন্ট। ৬ দল নিশ্চিত, বাকি দুইটি দলের ব্যবস্থা করে দিতে আমরা বাফুফেকে বলেছি। ভারতের ইস্টবেঙ্গল, মোহনবাগান, মালদ্বীপের টিসি স্পোর্টস, বাংলাদেশের বসন্ধরা কিংস, আবাহনী ও চট্টগ্রাম আবাহনী খেলবে। বাফুফেকে বলেছি মালয়েশিয়া ও থাইল্যান্ড থেকে দুটি দলের ব্যবস্থা করতে। ওখানে দুটি না পেলে আমরা কলকাতা মোহামেডানকে বিবেচনায় আনবো। এ ক্লাবটি খেলতে আগ্রহী।