২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে

0

২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল রাজধানীর বাড্ডা হাইস্কুল কেন্দ্র পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী বলেন, চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁসের সুযোগ নেই আর গুজব রটিয়ে ধরা পড়লে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।

এসএসসি ও সমমানের শুরুর প্রথম দিনে বাংলা প্রথমপত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজবিদ এবং এসএসসি ভোকেশনাল বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে। আর এই পরীক্ষা চলে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এবছর পরীক্ষায় অংশ নিয়েছে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী। এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র রাজধানীর বাড্ডা মাধ্যমিক বিদ্যালয়ে পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশ্ন ফাঁস নিয়ে গুজব রটানো রোধে সার্বক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করা হচ্ছে। যেখানেই কোনো ব্যত্যয় দেখা যাচ্ছে, সেখানেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি বলেন, এই পরীক্ষা আগামী বছরে এগিয়ে আনার চেষ্টা থাকবে। তবে যারা পরীক্ষা দেবে তারা পুরো প্রস্তুতির সময় পেয়েছে কিনা তাও দেখা হবে। তবে এবছর শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়াতে স্বস্তি প্রকাশ করেন পরীক্ষার্থীদের অভিভাবকরা। আগামি বছর পরীক্ষার সময় এগিয়ে নিতে যথাসময়ের মধ্যে সিলেবাস শেষ করতে পারবে কি-না, সে ব্যাপারে শিক্ষকদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

Share.

Comments are closed.