২৩ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী বেসিস সফট এক্সপো

0

রাজধানীর পূর্বাচলে ২৩ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী বেসিস সফট এক্সপো। তথ্যপ্রযুক্তির এ মেলায় দেশী বিদেশি ৩ লাখের বেশি দর্শনার্থীর সমাগম হবে বলে জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস বেসিসে।

রোববার হোটেল শেরাটনে বেসিসের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বেসিসের সভাপতি বলেন, দেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সক্ষমতা তুলে ধরা হবে এই আয়োজনে এবং তা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে। এই মেলার মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীরা দেশের তথ্যপ্রযুক্তিতে আরো বেশি বিনিয়োগে উৎসাহী হবেন বলে জানান তিনি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভার্চুয়াল রিয়েলিটি, মেটাভার্সসহ অত্যাধুনিক প্রযুক্তির সেই যাত্রায় বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে আশাবোদের কথা জানায় সংস্থাটি।

Share.

Comments are closed.