২৪ ডিসেম্বর বিএনপিকে ঢাকায় গণমিছিল না করার অনুরোধ

0

২৪ ডিসেম্বর বিএনপিকে ঢাকায় গণমিছিল না করার অনুরোধ জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে বিএনপি জামায়াতের সংঘাত সৃষ্টির ইংগিত রয়েছে। কারণ, ওই দিন আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল থাকার পরও ইচ্ছা করেই দলটি তাদের কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির প্রস্তুতি সভা এবং বিকেলে সর্ত্রাসের বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতার ময়ূর সিংহাসন ফিরে পেতে পাগল হয়েছে গেছে, তাদের থামাতে হবে। গণমানুষের এ সমুদ্রস্রোতকে বিরোধী দলের সকল অপকৌশলের প্রতিবাদ বলে মনে করেন ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দরা। এর আগে সকালে ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষে প্রস্তুতি সভায় ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে বিএনপি জামায়াতের সংঘাত সৃষ্টির ইংগিত রয়েছে। এসময় তিনি তাদেরকে সংঘাত থেকে বিরত থাকার আহবান জানান।

Share.

Comments are closed.