৩০ এপ্রিল শুরু হবে এসএসসি-দাখিল ও সমমানের পরীক্ষা। এবছর ২০ লাখ ৭২ হাজার ১৬৩ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। তিনি বলেন, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই। পরীক্ষার জন্য ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত বন্ধ থাকবে সব কোচিং সেন্টার। মঙ্গলবার রাজধানীর মাতৃভাষা ইন্সটিটিউটে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
এসএসসি-দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হবে ৩০ এপ্রিল। আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এ উপলক্ষে সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। এসময় তিনি জানান, এসএসসি-দাখিল ও সমমানের পরীক্ষায় এবছর ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। শিক্ষামন্ত্রী বলেন, এবছর প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই, এর ব্যত্যয় ঘটলে কেউ ছাড় পাবে না। পরীক্ষা উপলক্ষে ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। গতবারের চেয়ে এবছর এসএসসি পরীক্ষায় ৫০ হাজার ২’শ ৯৫ পরীক্ষার্থী বেড়েছে। তবে এবারও ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি।