অস্ট্রেলিয়ার সাম্রাজ্য ভাঙলো ইংল্যান্ড। নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে বিশ্ব। ১৪ জুলাই লর্ডসে বিশ্বকাপের ফাইনালেমুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এই দুই দলের কখনও বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা নেই। দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে ২৭ বছর পর বিশ্বকাপের ফাইনালে গেলো ইংল্যান্ড। ১০৭ বল হাতে রেখে ৮ উইকেটের দাপুটে জয় পেলো ইংলিশরা। অস্ট্রেলিয়ার ২২৩ রানের জবাবে ৩২ ওভার ১ বল খেলে ২ উইকেটে ২২৬ রান করে জয় তুলে নেয় ইংল্যান্ড।
বার্মিংহামে টস জিতে ব্যাটিং নিয়ে শুরুতেই চাপে পড়ে অজিরা। ১৪ রানের মধ্যেই প্রথম সারির তিন ব্যাটসম্যানকে হারায় তারা। দলীয় ৪ রানে অ্যারন ফিঞ্চ, ১০ রানে ডেভিড ওয়ার্নার ও ১৪ রানে পিটার হ্যান্ডসকম্ব সাজঘরে ফেরেন। এরপর অ্যালেক্স কেরিকে সাথে নিয়ে প্রাথমিক বিপদ সামাল দেন স্টিভেন স্মিথ। ৪৬ রানে আউট হয়েছেন কেরি।
এরপর একাই দলের হাল ধরেন স্টিভেন স্মিথ। তাকে সঙ্গ দেয়ার চেষ্টা করেন গ্ল্যান ম্যাক্সওয়েল। বেশি দূর যেতে পারেন নি ম্যাক্সওয়েল। ২২ রানে ফিরেছেন তিনি। দলকে এগিয়ে নেয়ার পাশাপাশি সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন স্মিথ। কিন্তু ৮৫ রান করার পর রান আউট হয়ে সাজঘরে ফেরেন।
মারমুখী মেজাজে ছিলেন মিচেল স্টার্ক। কিন্তু ২৯ রান করে বিদায় নেন তিনি। শেষ পর্যন্ত এক ওভার বাকি থাকতে ২২৩ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের হয়ে ক্রিস ওকস ও আদিল রশিদ নিয়েছেন ৩টি করে উইকেট।
অস্ট্রেলিয়ার ২২৪ রানের টার্গেটকে মামুলি বানিয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান জেসন রয় ও জনি বেয়ারস্টো। ১২৪ রান যোগ করেছেন তারা। বেয়ারস্টো ৩৪ রান করে ফিরলেও মারমুখি মেজাজে ছিলেন জেসন রয়। ৬৫ বলে ৮৫ রান করেছেন তিনি। তাদের দেখানো পথে হেটে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন জো রুট ও ইয়ন মর্গান। জো রুট ৪৯ ও ইয়ন মর্গান ৪৫ রানে অপরাজিত থাকেন।

BIRMINGHAM, ENGLAND - JULY 11: Adil Rashid of England celebrates after taking the wicket of Marcus Stoinis of Australia during the Semi-Final match of the ICC Cricket World Cup 2019 between Australia and England at Edgbaston on July 11, 2019 in Birmingham, England. (Photo by Stu Forster-IDI/IDI via Getty Images)
২৭ বছর পর বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড
0
Share.