সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। আগামী ৩০ ডিসেম্বর সারা দেশে গণমিছিল ও সমাবেশ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে তারা। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনকে ‘কালো দিন’ উল্লেখ করে গণতন্ত্র মঞ্চের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন চলমান রয়েছে। এ বিষয়ে বিএনপির সঙ্গে যে ঐক্যমত হয়েছে, তা ঘোষণা করার জন্যই এই সংবাদ সম্মেলন বলে জানান তিনি। এ সময় তিনি আগামী ৩০ ডিসেম্বর সারা দেশে গণমিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করবে গণতন্ত্র মঞ্চ। সরকার পতনের দাবিতে লাগাতার কর্মসূচি দেবেন কি না— এমন প্রশ্নের জবাবে মান্না বলেন, এখন পর্যন্ত লাগাতার কর্মসূচিতে আন্দোলনে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। পরবর্তী কর্মসূচি যথাসময়ে জানানো হবে। তিনি জানান, শুধু গণতন্ত্র মঞ্চ নয়, যুগপৎ আন্দোলনে যেতে আরও অনেক রাজনৈতিক দল ধারাবাহিকভাবে কর্মসূচি দেবে।