৩ পুলিশের বিরুদ্ধে নারীকে উত্ত্যক্ত করায় ব্যবস্থা নেয়ার সুপারিশ

0

ডিএমপি সূত্র জানিয়েছে, সেই রাতে রামপুরায় তল্লাশিতে যুক্ত ছিলেন পাঁচ পুলিশ সদস্য। রামপুরা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইকবাল হোসেনের নেতৃত্বে ছিলেন পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পূর্ব–এর চার সদস্য। তাঁদের মধ্যে এএসআই ইকবাল হোসেন ও পিওএমের দুই কনস্টেবল মিজানুর ও তৌহিদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্ত তিনজনের একজন মিজানুর ফেসবুকে ভিডিও আপলোড করেন ও তৌহিদ নারীর মুখে আলো ফেলে উত্ত্যক্ত করেন। তিনজনের বিরুদ্ধেই নারীকে উত্ত্যক্ত করা ও দুর্ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

তদন্ত প্রতিবেদনটি এখন পিওএমতে পাঠানোর কথা রয়েছে। তবে এখনো পর্যন্ত পিওএম প্রতিবেদন হাতে পায়নি বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

Share.

Comments are closed.