৪ বছর ধরে মাদক নিচ্ছিলেন শাহরুখ পুত্র

0

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) জেরায় নিজের ড্রাগস নেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন আরিয়ান খান৷ শুধু তাই নয়, জেরা করে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছে এনসিবি। তারা জানিয়েছে, শাহরুখ পুত্র যে সদ্য ড্রাগস নিতে শুরু করেছেন এরকম নয়। গত চার বছর ধরে মাদক নিতেন তিনি। এমনকি দুবাই এবং ব্রিটেনে থাকাকালীন সময়েও ড্রাগ নিতেন আরিয়ান।
গত ২ অক্টোবর প্রমোদতরী থেকে আরিয়ানকে আটক ও পরে গ্রেফতার করে এনসিবি। জেরার সময়েই ভেঙে পড়েন আরিয়ান। ক্রমাগত কাঁদতে থাকেন তিনি। তখনই জানান, চার বছর ধরে মাদকসেবন করতেন। শনিবার মুম্বাই থেকে গোয়াগামী ক্রুজ পার্টি থেকে ১০ জনকে আটক করলেও রবিবার আট জনকে গ্রেফতার করেছে এনসিবি। জানা গেছে আরিয়ানের পাশাপাশি তাঁর অত্যন্ত নিকট বন্ধু আরবাজ মার্চেন্টকেও গ্রেফতার করেছে এনসিবি। গত ১৫ বছর ধরে এঁরা একে অপরের বন্ধু।
প্রশ্ন ওঠে, কীভাবে এত নিরাপত্তার বলয় পেরিয়ে ড্রাগস রাখতেন আরিয়ান? এনসিবি সূত্রে জানা যায়, লেন্সের বাক্স, জামাকাপড় এমনকি স্যানিটারি প্যাডের মধ্যেও মাদক রাখতেন আরিয়ান ও তাঁর বন্ধুরা। আরিয়ানের বান্ধবীর স্যানিটারি প্যাডের মধ্যেও পাওয়া গিয়েছে মাদক। আরিয়ানের লেন্সের বাক্সে ড্রাগসের খোঁজ পেয়েছে এনসিবি।

Share.

Comments are closed.