বগুড়ায় ৭ বছরের শিশু তাবাচ্ছুমকে ধর্ষণ ও হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং—২ এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর এ আদেশ দেন। রায়ে সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়। ২০২০ সালের ১৪ ডিসেম্বর শিশু তাবাচ্ছুম মিষ্টি কিনতে দোকানে যায়। সেখান থেকে আসামীরা ভিকটিমকে বাদাম কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায় নির্জন স্থানে। সেখানে পালাক্রমে শিশুটিকে ধর্ষণ করে গলাটিপে হত্যা করা হয়।