এক নারীকে হত্যায় দীর্ঘ আড়াই বছর পর ছেলেসহ ৭ আসামির ফাঁসির আদেশ

0

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নুরজাহান বেগম নামে এক নারীকে ৫ টুকরো করে নৃশংসভাবে হত্যার ঘটনায় দীর্ঘ আড়াই বছর পর ছেলেসহ ৭ আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা করে অর্থদন্ড করা হয়। মঙ্গলবার দুপুরে নোয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা এ রায় দেন।

রায়ের বিষয়ে সরকারি কৌঁসুলি (পিপি) গুলজার আহমেদ জুয়েল বলেন, চাঞ্চল্যকর এ হত্যার ঘটনায় ২০২০ সালে নিহতের ছেলে হুমায়ুন কবির বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। মামলার সূত্র ধরে পুলিশের তদন্তে হত্যার সঙ্গে সরাসরি সন্তানের জড়িত থাকার বিষয়টি ওঠে আসে। একইসঙ্গে তার সাত সহযোগী মিলে এ হত্যাকাণ্ড ঘটায় বলে প্রমাণ পায় পুলিশ। আসামিদের মধ্যে ৫ জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। নিহতের ছেলের বন্ধু নিরব ও কসাই নুর ইসলামের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাপাতি, বালিশ, কোদাল ও নিহতের ব্যবহৃত কাপড় উদ্ধার করা হয়। উল্লেখ্য, ২০২০ সালে ৭ অক্টোবর ঋণের টাকা পরিশোধ ও জমি বিক্রি করাকে কেন্দ্র করে নিজ মাকে নৃশংসভাবে হত্যা করে ছেলেসহ তার সাত সহযোগী।

Share.

Comments are closed.