এভিয়েশন খাতকে সরকারের গুরুত্বের কারণে উন্নয়ন হবে

0

বিমানের নিয়োগ পরিক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে বিমানের কোন ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।এসময় প্রতিমন্ত্রী বলেন, ভিভিআইপি ফ্লাইটে বিমানের ক্রুসহ ৪ জনের অনুমতিপত্র ছাড়া ফ্লাই করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার সকালে একটি বেসরকারি বিমান পরিহনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার সকালে যাত্রা শুরু বেসরকারি বিমান এয়ারএসট্র ‘র। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, এভিয়েশন খাতকে সরকারের গুরুত্বের কারণে আগামী ১৫ বছরে এ খাতে ৩ গুন উন্নয়ন হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিমান খাতে কোন অনিয়ম দেখা দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি-বেসরকারি সবার স্বার্থ সংরক্ষন করে জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। জাতীয় সম্পদ বিমানকে রক্ষায় গণমাধ্যমের ইতিবাচক ভুমিকার আহবানও জানান তিনি।

Share.

Comments are closed.