কাশ্মীরি ফটো-সাংবাদিককে যুক্তরাষ্ট্রে যেতে বাধা

0

পুলিৎজার জয়ী কাশ্মীরি ফটো-সাংবাদিক সানা ইরশাদ মাট্টুকে যুক্তরাষ্ট্রে যেতে বাধা দেওয়া হয়েছে। দিল্লি বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

টুইটারে দেওয়া পোস্টে সানা লিখেছেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার টিকিট ও ভিসা, দুটোই থাকা সত্ত্বেও বিমানবন্দরের অভিবাসন দফতর তাকে বাধা দিয়েছে। এর আগেও এক বার সানাকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়েছিল দিল্লি বিমানবন্দরে। সানা একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার ফটো সাংবাদিক। ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ছবি তুলে ২০২২ সালে পুলিৎজার পান তিনি। ৯ এপ্রিল পুলিৎজার জয়ী হিসাবে তার নাম ঘোষণা করা হয়। সেই পুরস্কার নিতেই নিউ ইয়র্ক যাচ্ছিলেন তিনি। জুম্ম ও কাশ্মির পুলিশ সূত্রে জানা যায়, কয়েকজন সাংবাদিকের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। সেই তালিকায় সানার নামও রয়েছে।

Share.

Comments are closed.