জঙ্গিদের হাতে মোটা অঙ্কের টাকা তুলে দেন মেহেদী

0

ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার মেহেদী হাসান অমি ওরফে রাফি পলাতক জঙ্গিদের হাতে মোটা অঙ্কের টাকা তুলে দেন তাদের পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান এ কথা জানিয়েছেন গণমাধ্যমকে। তিনি জানান, রাফি সংগঠনের শীর্ষস্থানীয় নেতা এবং বিভিন্ন মামলায় গ্রেফতার আসামিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করতেন।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সিটিটিসি জানায়, মৃর্ত্যূদন্ডপ্রাপ্ত আসামী ছিনিয়ে নেয়ার অন্যতম পরিকল্পনাকারি মেহেদি হাসান অমি ওরফে রাফি। পলাতক জঙ্গিদের হাতে তিনি মোটা অঙ্কের টাকা তুলে দেন তাদের পরবর্তী কার্যক্রম পরিচালনায়। রাফির হাত ধরেই আনসার আল ইসলামে যোগ দেয় ছিনিয়ে নেয়া জঙ্গি। এ সময় জানানো হয়, মেহেদী হাসান রাফি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামের শীর্ষ নেতা বরখাস্তকৃত মেজর জিয়ার সঙ্গে সমন্বয়ের পর সংগঠনের আসকরি শাখার সদস্যদের রিক্রুট করে আসছিলেন। ২০১৬ সালে মোহাম্মদপুর, সূত্রাপুর এবং বাড্ডা থানায় সন্ত্রাসবিরোধী আইনে রাফির বিরুদ্ধে তিনটি মামলা হয়। এছাড়াও ২০১০ এবং ২০১২ সালে সিলেট কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে।

Share.

Comments are closed.