টুইটার প্ল্যাটফরমটি এখন বিশ্বজুড়ে মিথ্যে ছড়াচ্ছে

0

সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরম ও মাইক্রো ব্লগিং সাইট টুইটারের মালিকানা বদলকে কটাক্ষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এই প্ল্যাটফরমটি এখন বিশ্বজুড়ে মিথ্যে ছড়াচ্ছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় ইলিনয়েসের রোসেমন্ট শহরে আয়োজিত এক নির্বাচনী সভায় বাইডেন বলেন, ‘ইলন মাস্ক একটি সরঞ্জাম কিনেছেন—যা বিশ্ব জুড়ে মিথ্যে ছড়াচ্ছে। সবাই এতে শঙ্কিত; কারণ আমেরিকায় এখন আর কোনো সম্পাদক নেই।’ ইলন মাস্ক টুইটারকে ‘মতপ্রকাশের স্বাধীনতার স্বর্গ’ হিসেবে গড়ে তোলার যে ঘোষণা দিয়েছেন, সেদিকে ইঙ্গিত করে বাইডেন বলেন, ‘শিশুরা এখন ঝুঁকিতে রয়েছে; তারা যে টুইটারের মতপ্রকাশের স্বাধীনতার ব্যাপারটি বুঝবে— তা কীভাবে আশা করা যায়?’ পরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জিন-পিয়েরে সাংবাদিকদের জানান, টুইটার কেনার পর এই সামাজিক যোগাযোগমাধ্যমটিকে নতুন করে সাজানোর ব্যাপারে মাস্ক যে বক্তব্য দিয়েছেন— তাতে মার্কিন প্রেসিডেন্ট হতাশ।

Share.

Comments are closed.