ঢাকার মেট্রোরেলের ভাড়া বেশি নয় দাবি সেতুমন্ত্রীর

0

অন্যান্য দেশের বিবেচনায় ঢাকার মেট্রোরেলের ভাড়া বেশি নয় বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, ২০৩০ সালের মধ্যে রাজধানী ঢাকায় আরও ৬টি মেট্রোরেলের লাইন প্রতিষ্ঠার সমন্বিত কর্মপরিকল্পনা রয়েছে।

সচিবলায়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, আগামী ২০৩০ সালের মধ্যে ঢাকায় আরও ৬টি মেট্রোরেলের লাইন প্রতিষ্ঠার সমন্বিত কর্মপরিকল্পনা রয়েছে সরকারের। মেট্রোরেলে ভাড়া বেশি হওয়ার অভিযোগ সম্পর্কে মন্ত্রী বলেন, ঢাকার মেট্রোরেল আর অন্যান্য দেশের মেট্রোরেল এক নয়। মালয়েশিয়া ও থাইল্যান্ডের চেয়ে ভাড়া বেশি নয়। ঢাকার মেট্রোরেলে সময়ও অনেক বাঁচবে। ওবায়দুল কাদের এ সময় আরও জানান, ঢাকার বাইরে চট্টগ্রামেও মেট্রোরেল করা যায় কি না- সেটির চিন্তাভাবনা করা হচ্ছে। আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু করা হবে আগামী বছরের মধ্যে।

Share.

Comments are closed.