দ্রুত প্রকল্পের কাজ শেষ করতে ও ব্যয় কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

0

দ্রুত প্রকল্পের কাজ শেষ করতে ও ব্যয় কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে একান্ত প্রয়োজনীয় ব্যয় করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে এমন নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি কাজের মান বাড়ানোর পাশাপাশি খরচ কমানোর নির্দেশ দেন। এছাড়া উৎপাদন বাড়ানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, যে যেখানে এবং যেভাবে আছেন তাদের কাজে লাগিয়ে উৎপাদন বাড়াতে হবে। একনেক সভায় কর্ণফুলী নদীর তলদেশে বহু লেন টানেল নির্মাণ প্রকল্পটি দ্বিতীয়বারের মতো সংশোধনের জন্য অনুমোদন দেওয়া হয়। এটাসহ ১১টি প্রকল্প অনুমোদন পেয়েছে। ১১টি প্রকল্পের ব্যয় ১০ হাজার ৬৮৩ কোটি টাকা।

Share.

Comments are closed.