প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

0

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। দীর্ঘ ৬ বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭মে দেশে ফেরেন তিনি। এদিন বিকেলে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লী থেকে কোলকাতা হয়ে ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে অবতরণ করেন। তাকে স্বাগত জানাতে ঢাকার পথে পথে ঢল নামে লাখো মানুষের।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নির্মমভাবে নিহত হন। এ সময় তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা জার্মানিতে থাকায় ঘাতকদের হাত থেকে রেহাই পান। এরপর দীর্ঘ ছয় বছর প্রবাসে নির্বাসিত জীবন কাটে তাদের। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করাসহ শুরু হয় নানামুখী ষড়যন্ত্র। এমন প্রতিকূলতার মধ্যে ১৯৮১ সালের ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল। শেখ হাসিনার অনুপস্থিতিতেই সর্বসম্মতিক্রমে তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয়। একই বছর ১৭ মে সামরিক শাসকের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্বদেশে ফিরেন শেখ হাসিনা। এদিন রাজধানী ঢাকা মিছিলের নগরীতে পরিণত হয়। তুমুল বৃষ্টি ও ঝড়োহাওয়া উপেক্ষা করে বঙ্গবন্ধুকন্যাকে একনজর দেখার জন্য বিমানবন্দর থেকে শেরেবাংলা নগর এলাকাজুড়ে ঢল নামে লাখো মানুষের। শেখ হাসিনা দেশে ফিরেই হাল ধরেন আওয়ামী লীগের।নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে ১৯৯৬ সালে নির্বাচনে জয় লাভ করে প্রধানমন্ত্রী হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেন। নিশ্চিত করেন মানুষের অধিকার। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ৪২ বছর পূর্তি উপলক্ষ্যে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। বর্তমানে চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা নির্মাণে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ।

Share.

Comments are closed.