বর্তমান সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে দেউলিয়া রাজনীতি দলে পরিণতি হয়েছে

0

বর্তমান সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একটি দেউলিয়া রাজনীতি দলে পরিণতি হয়েছে। তাই পুলিশ, আমলাদের ওপর নির্ভর করে চলতে হচ্ছে তাদের বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। এ সময় তারা বলেন, কাউকে ধাক্কা মেরে নয়, বরং বিএনপির শান্তিপুর্ণ আন্দোলন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যম্যেই এই সরকারের পতন হবে।

সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বুধবার গণঅবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। এ সময় দলটির নেতারা বলেন, জোর করে ক্ষমতায় থাকার দিন শেষ। জোর করে আর ক্ষমতায় থাকা যাবে না। দলের মহাসচিব বলেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে দেউলিয়া দলে পরিণতি হয়েছে। তাই তো পুলিশ, আমলাদের ওপর নির্ভর করে চলতে হচ্ছে। গণ-অবস্থান থেকে ১০ দফা দাবি আদায় ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ১৬ জানুয়ারি দেশব্যাপী সমাবেশ এবং মিছিল কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

Share.

Comments are closed.