বিশ্বের শান্তি মিশনে বাংলাদেশের নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন

0

বিশ্বের শান্তি মিশনে বাংলাদেশের নারী সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে ইন্টারন্যাশনাল উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি সেমিনার-২০২২ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ নিজেদের শান্তিরক্ষী বাহিনী নিয়ে গর্বিত।

সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি সেমিনারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন , ‘জাতিসংঘের পরিচালিত বিশ্বব্যাপী শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনা, নৌ, বিমান এবং পুলিশ বাহিনীর নারী সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। তাদের বিশেষ ভূমিকা বাংলাদেশের ভার্বমূতি সারা বিশ্বে উজ্জ্বল করছে। ক্ষমতায়ন না হলে সমাজে নারীর অবস্থার উন্নতি হতো না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকারই নারী নীতি ২০১১ প্রণয়ন করেছে। এসময় প্রধানমন্ত্রী রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বিশ্বের যে কোনও দেশের সঙ্গে অন্য দেশের সংঘাত সৃষ্টি হলে তা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব, তা যুদ্ধের মাধ্যমে নয়। বাংলাদেশ কোনও যুদ্ধ চায় না। প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনীতি, প্রশাসন, শিক্ষা, ব্যবসা, খেলাধুলা, সশস্ত্র বাহিনী ইত্যাদি খাতে নারীদের অংশগ্রহণ ও অবদান বাংলাদেশের আর্থ-সামাজিক দৃশ্যপটকে বদলে দিয়েছে।’

Share.

Comments are closed.