শেখ কামাল ক্লাব কাপে খেলবে টিসি স্পোটর্স : তরফদার মো: রুহুল আমিন

0

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে এবারও দেখা যাবে গত আসরের চ্যাম্পিয়ন মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবকে। তাদের অংশগ্রহণের কথা জানিয়েছেন টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী ও সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো: রুহুল আমিন।

এর ফলে এবারের আসরে এখন পর্যন্ত চারটি বিদেশী দল নিশ্চিত হলো। ঈদের আগে তরফদার মো: রুহুল আমিন কলকাতা গিয়েছিলেন ভারতের ক্লাবগুলোর সাথে কথা বলতে। সেখানে কলকাতার মোহনবাগান, ইস্ট বেঙ্গল ও মোহামেডান ক্লাবের কর্মকর্তাদের সাথে আলোচনা করেন তিনি।

মোহনবাগান ও মোহামেডান টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ইস্ট বেঙ্গল ক্লাবও কথা দিয়েছে শেখ কামাল ক্লাব কাপে অংশ নেবে তারা। তবে অভ্যন্তরীণ কিছু আলোচনার পর আবার নিশ্চিত করবে ইস্ট বেঙ্গল।

২০১৭ সালে শেখ কামাল ক্লাব কাপে প্রথম অংশ নিয়েই বাজিমাত করেছিল মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। ফাইনালে দক্ষিণ কোরিয়ার পোচেন সিটিজেন ক্লাবকে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। এবারও শিরোপা ধরে রাখার মিশন নিয়ে মাঠে নামবে টিসি স্পোর্টস।

শেখ কামাল ক্লাব কাপকে এবার আরও আকষর্ণীয় করে তুলে ধরতে চান আয়োজক চট্টগ্রাম আবাহনীর কর্মকর্তারা। টুর্নামেন্টের জৌলুস বাড়াতে প্রাইজ মানি বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধান সমন্বয়কারী তরফদার মো: রুহুল আমিন। এবার চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে ৫০ হাজার ইউএস ডলার। রানার্স আপ পাবে ২৫ হাজার ডলার। আর অংশগ্রহণকারী প্রতিটি দল পাবে ১০ হাজার ডলার করে। টুর্নামেন্টে এবারও বড় স্পন্সরের ভূমিকায় থাকবে সাইফ পাওয়ারটেক।

বাংলাদেশের অংশ নেবে তিন ক্লাব। প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, রানার্স-আপ ঢাকা আবাহনী ও আয়োজক চট্টগ্রাম আবাহনী খেলবে শেখ কামাল ক্লাব কাপে। আট দলের টুর্নামেন্ট অক্টোবরের তৃতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে।

Share.

Comments are closed.