সুনামগঞ্জে মালিক সমিতি ও পরিবহন শ্রমিক সমিতির যৌথ আহবানে পরিবহন ধর্মঘট

0

সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও পরিবহন শ্রমিক সমিতি যৌথ আহবানে চলছে পরিবহন ধর্মঘট। শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ৩৬ ঘন্টার পরিবহন ধর্মঘটের এই ডাক দেয়া হয়।

দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সকাল থেকে সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস ট্রার্মিনালের সামনে যাত্রীদের ভিড় দেখা গেলেও বাস না চলার কারণে ঘন্টার পর ঘন্টা সেখানেই অবস্থান করতে হয় তাদের। পরিবহন মালিক সমিতি ও পরিবহন শ্রমিক সমিতির পক্ষ থেকে জানানো হয় ৪ দফা দাবিতে তারা ধর্মঘটের ডাক দিয়েছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে সুনামগঞ্জ সিলেট সড়কের লামাকজি সেতু থেকে অবৈধ টোল আদায় বন্ধ, অবৈধ সিএনজি চলাচল বন্ধ, সুনামগঞ্জে বিআরটিসি গাড়ি চলাচল বন্ধ এবং সুনামগঞ্জ বাস টার্মিনাল সংস্কার।

Share.

Comments are closed.