সুপ্রিম কোর্টে নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীদের অবৈধভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে

0

সুপ্রিম কোর্টে নির্বাচনের নাটক সাজিয়ে একতরফাভাবে ক্ষমতাসীন দলের প্রার্থীদের অবৈধভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এমন অভিযোগ করেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে সরকারপন্থী আইনজীবীরা।

রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের নেতারা অভিযোগ করে বলেন, আইনজীবী সমিতির নির্বাচন ঘিরে সরকারপন্থী কিছু অতি উৎসাহী আইনজীবী আর পুলিশের নারকীয় তাণ্ডব পুরো আইনজীবী সমাজকে কলঙ্কিত করা হয়েছে। নির্বাচনের নামে করা হয়েছে প্রহসন। এদিকে, এসব সব অভিযোগ প্রত্যাখ্যান করে পৃথক সংবাদ সম্মেলন সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে বলা হয়, বিএনপি পন্থী প্রার্থীরা বহিরাগতদের নিয়ে ব্যালেট পেপার ছিনতাইয়ের কারণেই সুপ্রীমকোর্টে নেক্কার জনক পরিস্থিতি তৈরি হয়েছে। গত ১৬ মার্চ গভীর রাতে ঘোষিত ফলাফলে আইনজীবী সমিতির ১৪ টি পদের সবকটিতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়ী হয়। নির্বাচনের দিন ১৫ মার্চ দুই পক্ষের আইনজীবী মাঝে সৃষ্টি হয় তুমুল হট্টগোল, ধাওয়া –পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে আইনজীবী ও সাংবাদিকের উপর হামলা চালায় পুলিশ। এ ঘটনায় কিছু সময়ে জন্য  ভোটগ্রহন স্থগিত করা হয়।

Share.

Comments are closed.