১১ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ

0

নিরাপদ ক্যাম্পাস ও শব্দদূষণ প্রতিরোধে ব্যবস্থাসহ ১১ দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তাঁরা ক্যাম্পাসে যান চলাচলও বন্ধ করে দেন কিছু সময়ের জন্য।

শুক্রবার বিকেল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়িচাপায় এক নারীর নিহতের ঘটনার পর নিরাপদ ক্যাম্পাসের দাবিতে রোববার বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা ১১টায় আন্দোলনকারীরা সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান শুরু করেন। সেখানে বিক্ষোভ সমাবেশ শেষে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবিতে শিক্ষার্থীদের পক্ষে ১১-দফা দাবি উত্থাপন করা হয়। পরে রেজিস্ট্রার ভবন থেকে ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এ সময় তাঁরা ক্যাম্পাসে যান চলাচল বন্ধ রাখেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ১১ দাবিতে স্মারকলিপি দেয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনে নামা শিক্ষার্থীরা।

Share.

Comments are closed.