২০২৩ সালের পহেলা এপ্রিল থেকে বাসটার্মিনাল ছাড়া কোথাও বাসের কাউন্টার থাকবে না

0

২০২৩ সালের পহেলা এপ্রিল থেকে বাসটার্মিনাল ছাড়া রাজধানীর কোথাও যত্রতত্র বাসের কাউন্টার আর থাকবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস। আর উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন,নতুন বাসটার্মিনালের সব ধরণের সক্ষমতা এবং ড্রাইভারদের বিশ্রামের ব্যবস্থাসহ গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বুড়িগঙ্গা হলে বাস রুট র‍্যাশনালাইজেশনের ২৫তম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তারা।

বাসরুট রেশনালাইজেশন সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস সাংবাদিকদের জানান, যানজটমুক্ত ও রাজধানীর সড়কের শৃঙ্খলা ফেরাতে নগর পরিবহন সেক্টরে আরো ১০০ টি নতুন বাস যুক্ত করা হচ্ছে। রাজধানীকে যানজটমুক্ত করতে দুই সিটি কর্পোরেশন এলাকায় ৫টি নতুন বাসটার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয় । এছাড়াও বিভিন্ন রুটে রুটপারমিটবিহীন ও ওিফটনেসবিহীন বাসসহ সড়ক থেকে লেগুনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলেও জানানো হয়। বাসটার্মিনাল ছাড়া রাস্তায় কোন যানবাহন থামানো বা পার্কিং করা যাবে উল্লেখ করে ঢাকার দুই মেয়র যানজটমুক্ত শহর গড়তে দ্রুত যে কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেন।

Share.

Comments are closed.