ইকবাল হোসেন তারেক ৯ বছর পর আটক

0

রাজধানীর রমনা থানা ছাত্রলীগের তৎকালীন সহ-সভাপতি মাহবুবুর রহমান রানা হত্যাকাণ্ডের অন্যতম প্রধান পলাতক আসামি মো. ইকবাল হোসেন তারেককে ৯ বছর পর আটক করা হলো। তিনি চাঁদপুরে নিজ এলাকায় নিজের নাম পাল্টে তাহের নাম ধারণ করে বসবাস করছিলেন।

শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে রেব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, পলাতক আসামি চাঁদপুরে নিজের নাম-পরিচয় গোপন রেখে চাষাবাদ শুরু করে বসবাস করছিলেন। কিন্তু চাষাবাদের কোনো অভিজ্ঞতা না থাকায় সে পুনরায় যশোর চলে যায়। সেখানেও কিছুদিন পরিবহন শ্রমিক হিসেবে কাজ করে। তারপর মাদক ব্যবসা শুরু করে। ২০১৪ সালের ২৩শে জানুয়ারি সন্ধ্যায় মগবাজারের বাটার গালিতে মাহবুবুর রহমানকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে ইকবাল ও তার সহযোগীরা। এ ঘটনায় ১৪ আসামির ১০ জনকে গ্রেপ্তার করা গেলেও ইকবালসহ চার আসামি পলাতক ছিলেন। গত ২২ সেপ্টেম্বর ঢাকার কেরানীগঞ্জ থেকে ইকবাল হোসেনকে গ্রেপ্তার করে রেব।

Share.

Comments are closed.