মার্কিন নাগরিকদের অবিলম্বে রাশিয়া ত্যাগের আহবান

0

সম্প্রতি ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জন্য সেনাদের আংশিক সংগঠিত করার ঘোষণা দিয়েছে রাশিয়া। এর পরপরই যুক্তরাষ্ট্র মার্কিন নাগরিকদের অবিলম্বে রাশিয়া ত্যাগ করার আহ্বান পুনর্ব্যক্ত করেছে।

মস্কোতে অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, আমেরিকানদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব দেশ থেকে বেরিয়ে যাওয়ার জন্য তাদের নিজস্ব ব্যবস্থা করা। সতর্কতায় জানানো হয়, রাশিয়া দ্বৈত নাগরিকদের রাশিয়া থেকে তাদের প্রস্থান রোধ করতে চেষ্টা করতে পারে এবং সামরিক চাকরির জন্য দ্বৈত নাগরিকদের নিয়োগ করার চেষ্টাও করতে পারে। এসব থেকে বাঁচতে যত দ্রুত সম্ভব রাশিয়া ছেড়ে দিতে মার্কিন নাগরিকদের আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস। এর আগেও ইউক্রেনে আগ্রাসন নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চলতি বছরের মার্চে মার্কিন নাগরিকদের রাশিয়া ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছিল মার্কিন পররাষ্ট্র দফতর।

Share.

Comments are closed.