আন্দোলনের নামে সাধারণ মানুষের গায়ে হাত দিলে কারও রক্ষা নেইঃ প্রধানমন্ত্রী

0

বিএনপির প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্দোলনের নামে সাধারণ মানুষের গায়ে হাত দিলে কারও রক্ষা নেই। রোববার দুপুরে জাতীয় জাদুঘরের মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত ‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ: বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও মানবাধিকার লঙ্ঘনের খণ্ডচিত্র’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন হুঁশিয়ারি দেন। এ সময় তিনি বলেন, দেশে কেউ রাজনীতি করতে চাইলে সুষ্ঠভাবে করতে হবে।

বিএনপি-জামায়াতের আন্দোলনের সময় পেট্রোলবোমা হামলায় আহত ও নিহতদের স্বজনরা এভাবেই তুলে ধরেন তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। অগ্নি সন্ত্রাসে আর্তনাদ খন্ডচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত সেই মানুষগুলোর বক্তব্যের পর প্রধানমন্ত্রী বলেন, ওই দুঃসময়ের কথা যেন সাধারণ মানুষ ভুলে না যান। এ সময় তিনি বলেন, অগ্নি সন্ত্রাসের ঘটনায় যারা ইন্দনদাতা ছিলো তাদেরও বিচার হওয়া উচিত। প্রধানমন্ত্রী বলেন, মানুষের জন্য আন্দোলন করতে হলে মানুষের অধিকার নিয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানের শুরুতে ২০১৩-২০১৪ সালে বিএনপি-জামায়াতের সহিংসতার ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Share.

Comments are closed.