চাঁপাইনবাবগঞ্জে স্ট্রবেরি চাষে সাফল্য পেয়েছেন চাষিরা

0

আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে স্ট্রবেরি চাষে সাফল্য পেয়েছেন চাষিরা। জেলার চাহিদা মিটিয়ে স্ট্রবেরি সরবরাহ করা হচ্ছে রাজধানীসহ বিভিন্নস্থানে। কৃষকরা বলছেন, সরকারী সহায়তা পেলে আগামীতে স্ট্রবেরি চাষ আরও বাড়বে।

স্ট্রবেরি দেশীয় ফল না হলেও এর চাষে সফলতা পাচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের কৃষকরা। লাভজনক হওয়ায় জেলায় দিন দিন বাড়ছে স্ট্রবেরির চাষ। প্রতি বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করতে খরচ হয় প্রায় এক লাখ বিশ হাজার টাকা। যা থেকে আয় হয় ৩-৪ লাখ টাকা। উৎপাদিত স্ট্রবেরি রাজধানী ঢাকার কারওরান বাজারসহ বিভিন্ন ফলের আড়তে সরবরাহ করা হয়। এতে করে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে অনেকের। কৃষি বিভাগ বলছেন, স্ট্রবেরি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন ধরনের পরাশর্ম দিচ্ছে কৃষি বিভাগ। স্ট্রবেরি এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ যা ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে। বাজারে এর চাহিদা ব্যাপক থাকায় কৃষকরা লাভবান হচ্ছেন বলে জানান সংশ্লিষ্টরা। চাঁপাইনবাবগঞ্জ জেলায় এ বছর ১০০ হেক্টর জমিতে স্ট্রবেরি চাষ হচ্ছে।

Share.

Comments are closed.