ধূমপান ও তামাকের কারণে বছরে দেড় লাখের বেশি মানুষের মৃত্যু হয়

0

ধূমপান ও তামাকের কারণে বছরে দেশে দেড় লাখের বেশি মানুষের মৃত্যু হয়। শুধু তাই নয়, ধূমপানের কারণে অধূমপায়ীদের হৃদরোগের ঝুঁকি ২৫-৩০ শতাংশ বেড়ে যাচ্ছে। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ন্যাশনাল সেমিনার টু সাপোর্ট স্মোক ফ্রি এনভায়রনমেন্ট অ্যান্ড টোবাকো কন্ট্রোল ইন বাংলাদেশ’ শীর্ষক জাতীয় সেমিনারে এসব কথা বলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। এতে দেশি ও বিদেশি টোব্যাকো কোম্পানিগুলো বন্ধের দাবি জানান বিশেষজ্ঞরা।

তামাক সেবন ও ধুমপানে প্রতিদিন ৪৪১ জন মানুষ মারা যাচ্ছে। মৃত্যুর এই মিছিল বন্ধে ধুমপান ও তামাক নিয়ন্ত্রণ করার পাশাপাশি দেশি ও বিদেশি টোব্যাকো কোম্পানিগুলো বন্ধ করতে সরকারের প্রতি সেমিনারে আহ্বান জানান বিষেজ্ঞরা। কৃষকের চাষাবাদের জমিতে এখন তামাক ও গাঁজা চাষ হচ্ছে বলে অভিযোগ তোলেন খোদ সরকার দলীয় এমপিরা। এ সময় বন ও পরিবেশমন্ত্রী বলেন, মানুষের মধ্যে এখন ভয় নেই, মৃত্যুকে ভয় পাচ্ছে না বলেই তামাক সেবন ও ধুমপান সেবন বেড়েই চলেছে। তামাক চাষ করে যারা পরিবেশ দুষণ করছে তাদের বিরুদ্ধে বন ও পরিবেশ মন্ত্রণালয় কঠোর আইনি ব্যবসথা গ্রহণ করবে বলে জানান মন্ত্রী।

Share.

Comments are closed.