বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপো উদ্বোধন

0

ট্যুরিজম শিল্পকে বিকশিত করতে বাংলাদেশের অপরূপ সৌন্দর্য সম্ভাবনা সকলের কাছে তুলে ধরার আহবান জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। বৃহস্পতিবার দুপুরে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আয়োজিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপো উদ্বোধনের সময় এই আহবান জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় সম্পদ বিমানকে বাঁচাতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা প্রয়োজন।

দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করতে প্রথমবারের মতো বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এক্সপোর আয়োজন করেছে আটাব। উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পর্যটন প্রতিমন্ত্রী বলেন, পর্যটন শিল্পে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এধরনের মেলার আয়োজন বিশ্বের বুকে বাংলাদেশের পর্যটন শিল্পের নতুন দ্বার উন্মোচিত হওয়ার সামিল বলে মন্তব্য করেন আয়োজকরা। একই পরিসরে পর্যটনের সকল সুযোগ সম্বলিত এ মেলা চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

Share.

Comments are closed.