যুক্তরাষ্ট্রের ভিসানীতির বিষয়ে হতাশ বা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই

0

যুক্তরাষ্ট্রের ভিসানীতির বিষয়ে হতাশ বা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নির্বাচন হবে। এমন দাবি করলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক। আর শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে ইস্পাতকঠিন ঐক্য গড়ার আহ্বান জানান। এদিকে, বিএনপিকে চরিত্র বদলানোর পরামর্শ দেন যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ। দুপুরে টাঙ্গাইল জেলা যুবলীগ সম্মেলনে তারা এসব কথা বলেন।

টাঙ্গাইল পৌর উদ্যানে শনিবার আয়োজন করা হয় জেলা যুবলীগের সম্মেলন। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হবে সুষ্ঠু। তার মতে, যুক্তরাষ্ট্র সেনশন দেয়নি।আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে ভূমিকা রাখার কথা বলেছে তারা। বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উন্নয়ন যাত্রা সবার ওপরে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেন, আগামী নির্বাচনে নৌকার বিজয়ী নিশ্চিত করতে হবে। তাই দরকার ইস্পাতকঠিন ঐক্য। এদিকে চরিত্র না বদলালে আর নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণ গণধোলাই দেবে বিএনপিকে বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সম্মেলনে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

Share.

Comments are closed.