লঙ্কানদের হারিয়ে অঘটনের জন্ম দিলো নামিবিয়া

0

লঙ্কানদের হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই অঘটনের জন্ম দিলো নামিবিয়া। এশিয়া কাপ জয় করে আকাশে উড়তে থাকা শ্রীলঙ্কাকে ৫৫ রানেই হারায়নি নামিবিয়া, নিজেদের ইতিহাসে অন্যতম দারুণ জয়ের সাথে এশিয়া কাপ জয়ীদের বড়সড় এক ধাক্কাও দিয়েছে গেরহার্ড ইরাসমাসের দল।

অস্ট্রেলিয়ার গিলংয়ের সাইমন্ডস স্টেডিয়ামে, নামিবিয়ার দেয়া ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দাসুন শানাকার দল। দুই ওপেনার কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা ফেরেন ২১ রানে। অধিনায়ক শানাকা, ভানুকা রাজাপাকসে এবং ধনাঞ্জয়া ডি সিলভা ছাড়া দুই অংকের রানে পৌঁছুতে পারেনি কোনো লঙ্কান ব্যাটার। ১৯ ওভারেই ১০৮ রানে অলআউট হয়ে অসহায় আত্মসমর্পণ করতে হয় লঙ্কানদের। সেই সাথে, সুপার টুয়েলভের পথ কিছুটা হলেও কঠিন হয়ে গেলো লঙ্কানদের জন্য। নামিবিয়ার পক্ষে ডেভিড ভিসা, বার্নার্ড শোলজ, এবন শিকোঙ্গো এবং ইয়ান ফ্রাইলিংক নেন দুটি করে উইকেট। এর আগে, টস হেরে আগে ব্যাট করে, ৭ উইকেটে ১৬৩ রান করে নামিবিয়া। ইয়ান ফ্রাঙ্কলিংক করেন সর্বোচ্চ ৪৪ রান। স্মিথ অপরাজিত থাকেন ৩১ রান করে।

Share.

Comments are closed.