লিভার প্রতিস্থাপনের চিকিৎসায় প্রথমবার সফল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

0

লিভার প্রতিস্থাপনের চিকিৎসায় প্রথমবারের মতো সফল হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্লান্ট বিভাগের তত্ত্বাবধানে অপারেশনটি সম্পন্ন হয়। রোববার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ জানান, এখন থেকে তুলনামূলকভাবে অনেক কম খরচে দেশেই মিলবে লিভার প্রতিস্থাপনের চিকিৎসা।

বাংলাদেশে প্রতি বছর লিভার ট্রান্সপ্লান্টেশন চিকিৎসা প্রয়োজন হয় ৪ থেকে ৫ হাজার রোগীর। আগে লিভার ট্রান্সপ্লান্টেশনের কোনো ব্যবস্থা না থাকায় রোগীদের একটি বিশাল অংশকে বিদেশে চিকিৎসা নিতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল। আর দেশের স্বল্প আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠী এ চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। কিন্তু এই চিকিৎসায় এখন সফল বাংলাদেশ, সে কথা জানাতেই এই সংবাদ সম্মেলন। বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, দেশে লিভার প্রতিস্থাপনে খরচ পড়বে এই মুহুর্তে ২০ লাখ টাকা, যা বিদেশের তুলনায় অনেক কম। এ চিকিৎসায় দেশের সাত বিভাগে ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক যথেষ্ট বলে জানান উপাচার্য। তবে অভিজ্ঞতা সঞ্চয়ে দেশে প্রথম লিভার প্রতিস্থাপনের চিকিৎসায় অংশ নেন ৭০জন চিকিৎসক নেন।

Share.

Comments are closed.