সরকার আবারও গুম-খুন-জঙ্গি নাটক শুরু করেছে

0

সরকার আবারও গুম-খুন-জঙ্গি নাটক শুরু করেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘অতীতের ভোট ডাকাতির তিনটি জাতীয় নির্বাচন সামনে রেখে জনগণের মধ্যে ভয়ের সংস্কৃতি তৈরি করতে যেসব ভয়ানক পন্থা অবলম্বন করেছিল, এখন সেই একই পথে নেমেছে আওয়ামী সরকার। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করে রুহুল কবির রিজভী, জনগণের মধ্যে ভয়ের সংস্কৃতি তৈরি করতে সরকার আবারও দমন-পীড়ন, মধ্যরাতে তুলে নিয়ে যাওয়া, গুম-খুন-জঙ্গি নাটক শুরু করেছে।’ এ সময় তিনি বলেন, বিএনপির প্রতিটি বিভাগীয় গণসমাবেশকে বানচাল করার জন্য যানবাহন-পরিবহন বন্ধ করে দেওয়া হচ্ছে।‘পথে পথে হামলা করা হচ্ছে। গ্রেপ্তার-মামলা চলছে। এ ধরণের হামলা-মামলায় সরকারের ভিত ক্রমশ দুর্বল হচ্ছে বলে এসময় মন্তব্য করেন তিনি।

Share.

Comments are closed.