হ্যালোইনের ভিড় সামলাতে ব্যর্থতার কথা স্বীকার করেছে কোরিয়ার পুলিশ

0

দক্ষিণ কোরিয়ার পুলিশ প্রধান গত সপ্তাহের হ্যালোইনের মারাত্মক ভিড়ের ঢেউ সামলাতে ব্যর্থতার কথা স্বীকার করেছেন। কর্মকর্তারা দেশের শান্তিকালীন সবচেয়ে মারাত্মক বিপর্যয়গুলোর মধ্যে একটি সংঘটিত হওয়ার পরে জনরোষ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন।

কোরিয়ান ন্যাশনাল পুলিশ এজেন্সির কমিশনার জেনারেল ইউন হি-কেউনের মতে, একটি প্রাথমিক তদন্তে জানা গেছে যে শনিবার শেষের দিকে দুর্ঘটনাটি ঘটার আগে পুলিশ আতংকিত পার্টিগামীদের কাছ থেকে বেশ কয়েকটি জরুরি কল পেয়েছিল। এর আগে মঙ্গলবার ২০ বছর বয়সী এক কোরীয় নারীকে মৃত ঘোষণা করার পর মৃতের সংখ্যা ১৫৬ জনে পৌঁছেছে বলে সিউলের কর্মকর্তারা জানিয়েছেন। ২৯ জনের অবস্থা গুরুতর। হ্যালোইন উদযাপনের জন্য ইটাওয়ানের আশেপাশে আনুমানিক ১ লাখ মানুষ জড়ো হয়েছিল। কেন ওই এলাকায় ভিড় নিয়ন্ত্রণে পুলিশ আরও কিছু করেনি, সে সম্পর্কে উত্তরের জন্য দক্ষিণ কোরিয়ার জনসাধারণ আরও চাপ দেয়া শুরু করেছে।

Share.

Comments are closed.