আনন্দ ও সমৃদ্ধির প্রত্যাশায় শুরু হলো ইংরেজি নতুন বছর

0

আনন্দ ও সমৃদ্ধির নতুন দিনের প্রত্যাশায় শুরু হলো ইংরেজি নতুন বছর। মহাকালের আবর্তে আরও একটি বছর। সব দুঃখ-বেদনা ভুলে বাংলাদেশের মানুষও নতুন বছরকে বরণ করে নিয়েছেন নানা উৎসবের মধ্য দিয়ে। বাঙালির নিজস্ব সময় গননার বছর থাকলেও বিশ্বের সঙ্গে তাল মেলাতে ইংরেজী বছরকে কোনভাবেই অস্বীকার করা যায় না বলেই উৎসবের এই আমেজ।

নববর্ষ মানেই প্রাণের নতুন স্পন্দন, নতুন আশা, নতুন সম্ভাবনা। বিগত বছরের সুখ-দুঃখ, আনন্দ-বেদনা পেছনে ফেলে নতুন বছরে অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাওয়া পুরোনো হতাশাকে পিছে ফেলে। মহামারি করোনায় সংকট কাটিয়ে উঠতে না উঠতেই ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে টালমাটাল পুরো বিশ্ব। সবকিছু ভূলে গিয়ে নতুন বছরে ভালো কিছুর প্রত্যাশায় বুক বাধার চেষ্টা সবার। পহেলা বৈশাখ বাঙালির সার্বজনীন উৎসব হলেও ইংরেজী বছরের হিসেব নিকেষ কম গুরুত্ব নয়। বিশ্বের সঙ্গে তাল মেলাতে হলে খ্রীস্টীয় বছরকে তাই ভুলে থাকা যায় না বলে মন্তব্য সাধারণ মানুষের। ইংরেজি বছরের সময় গণনা সবারই ব্যক্তিগত ও কর্মজীবন থেকে শুরু করে সবক্ষেত্রেই আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে আছে।

Share.

Comments are closed.