পদ্মার তীরে অনুষ্ঠিত হলো বর্নিল ঘুড়ি উৎসব

0

ফরিদপুর পদ্মা নদীর তীরে অনুষ্ঠিত হলো বর্নিল ঘুড়ি উৎসব। ‘চলো হারাই শৈশবে’ স্লোগানে আয়োজিত উৎসবে শুক্রবার বিভিন্ন এলাকার প্রায় দুই হাজার মানুষ প্রতিযোগিতামূলক এই উৎসবে অংশ নেন। প্রতিবছরের মতো এবারের উৎসবেও জড়ো হন লাখো মানুষ।

নানান রঙ আর আকৃতির ঘুড়িতে নৈসর্গিক রুপ ধারণ করে ফুরিদুপুরের একাংশের আকাশ। ফরিদপুর ধলার মোড় পদ্মা নদীর তীরে অনুষ্ঠিত হয় বর্নিল ঘুড়ি উৎসব। হাওয়ায় ভাসতে থাকে পতাকা, ড্রাগন, কঙ্কাল, সাপ, ষ্টার, চিল, বাদুর, অক্টোপাসসহ বাহারি রং ও আকৃতির ঘুড়ি। এর আয়োজক ফরিদপুর সিটি অর্গানাইজেশন ও ফরিদপুর টাইমস ইউনিভার্সিটি। চলো হারাই শৈশবে স্লোগানে আয়োজিত এই উৎসবে অংশ নেয় প্রায় দুই হাজার প্রতিযোগি। প্রতিবছরের মতো এবারও ঘুড়ি ও ফানুস উৎসবের আয়োজনে ঢল নামে লাখো মানুষের। এই ধরনের অনুষ্ঠানে জেলা প্রশাসন সব সময় পৃষ্ঠপোষকতা করে যাবে বলে প্রতিশ্রতি দেন জেলা প্রশাসক।

Share.

Comments are closed.