এশিয়ার বৃহত্তম গ্যাস ফিল্ড বিবিয়ানা

0

সিলেট বিভাগে চারটি জেলা। এর মধ্যে হবিগঞ্জ অন্যতম। নয়টি উপজেলা নিয়ে এই জেলা গঠিত। এর মধ্যে একটি উপজেলা হচ্ছে নবীগঞ্জ।

আজ আমরা জানাবো নবীগঞ্জ উপজেলার দর্শনীয় স্থান নিয়ে।

নবীগঞ্জ উপজেলায় রয়েছে এশিয়ার বৃহত্তম গ্যাস ফিল্ড বিবিয়ানা । এটি কে পি আই শ্রেণীর স্থাপনা যা ৪ নং দীঘলবাক ইউনিয়ন ও ৩ নং ইনাতগঞ্জ ইউনিয়নে অবস্থিত। ঢাকা- সিলেট মহাসড়কের নবীগঞ্জের সৈয়দপুর বাজার হতে মাত্র ৮ কিলোমিটার পশ্চিমে পাকা সড়কে ধরে গেলেই বিবিয়ানা গ্যাস ফিল্ড দেখতে পাওয়া যায় । এখানে রয়েছে দৃষ্টিনন্দন দুটি চা বাগান ইমাম ও বাওয়ানী । এছাড়া পারকুলে নির্মাণাধীন ১০০০ মে. ওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা সম্পন্ন বিবিয়ানা বিদ্যুৎ প্রকল্পটি আরেকটি দর্শনীয় স্থান হিসেবে শীঘ্রই বিবেচিত হবে ।

কিভাবে যাবেন নবীগঞ্জ:

সড়ক পথে-

ঢাকা থেকে ঢাকা-সিলেট জাতীয় মহাসড়ক পথে আউশকান্দি কিবরিয়া চত্বর এরপর পশ্চিমদিকে সড়কপথে (প্রায়১৪কিঃমিঃ) নবীগঞ্জ উপজেলা পরিষদ।

সিলেট থেকে ঢাকা-সিলেট জাতীয় মহাসড়ক পথে আউশকান্দি কিবরিয়া চত্বর এরপর পশ্চিমদিকে সড়কপথে (প্রায়১৪কিঃমিঃ) নবীগঞ্জ উপজেলা পরিষদ।

রেলপথে রেলপথে ঢাকা কমলাপুর রেলস্টেশন হতে শায়েস্তাগঞ্জ রেলস্টেশন ।এরপর সড়কপথে হবিগঞ্জ হয়ে নবীগঞ্জ উপজেলা পরিষদ ।

Share.

Comments are closed.