আমদানি হলেই পেঁয়াজের দাম কমে যাবেঃ বাণিজ্যমন্ত্রী

0

আমদানি হলেই পেঁয়াজের দাম কমে যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তার মতে, হয়তো বেশি দাম পাওয়ার আশায় অনেকেই পেয়াজ রেখে দিয়েছেন। তাই শতভাগ মজুত থাকার পরও বেড়ে গেছে দাম। পাশাপাশি চিনির দাম নিয়ন্ত্রণে অচিরেই বাজার মনিটরিং হবে বলেও জানান মন্ত্রী।

রোববার সকালে রাজধানীর বাড্ডার আলাতুন্নেসা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পড়াশোনায় মনোযোগী হতে হবে। তরুণ প্রজন্মকে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, পেঁয়াজ আমদানির ক্ষেত্রে এলসি সমস্যা নয়। আমদানির ক্ষেত্রে সমস্যা হলো- আইপি না দেয়া। আমদানির অনুমতি নিলে, এটা ভারত থেকে আসে। সম্প্রতি ভারত থেকে ডলারে আমদানি হচ্ছে না। টাকা ও রুপিতে আমদানি করা হচ্ছে। তাই ডলারের দামের সঙ্গে আমদানির কোনো সমস্যা নেই।

Share.

Comments are closed.