বাজার নিয়ন্ত্রণে ১৩ ধরনের জ্বালানি তেলের শুল্ককর কমাচ্ছে সরকার

0

বাজার নিয়ন্ত্রণে ১৩ ধরনের জ্বালানি তেলের শুল্ককর কমাচ্ছে সরকার। আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে এসব তেলের কর কমানো হবে।

এনবিআর জানায়, আমদানি পর্যায়ে বিদ্যমান ৩৪ শতাংশ শুল্ককর থেকে ৫ শতাংশ কমিয়ে ২৯ শতাংশ নির্ধারণ করা হতে পারে। এরইমধ্যে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।বর্তমানে তেল আমদানিতে ১০ শতাংশ শুল্ক, ভ্যাট ১৫ শতাংশ, আগাম কর ২ শতাংশ, অগ্রিম আয়কর ৫ শতাংশসহ মোট ৩৪ শতাংশ শুল্ককর রয়েছে। এসব শুল্ক-করসহ বর্তমানে বাজারে ডিজেল ও কেরোসিন বিক্রি হয় প্রতি লিটার ১০৯ টাকা এবং অকটেন ১৩০ ও পেট্রোল ১২৫ টাকা। তেলের দামের সঙ্গে ব্যবসা ও দ্রব্যমূল্যের সরাসরি প্রভাব আছে। তাই এ খাতে মনোযোগ দিয়েছে সরকার।

Share.

Comments are closed.